জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জামালগঞ্জ উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৯ নভেম্বর দিনব্যাপী উপজেলা সম্মেলন কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালাটি পল্লী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জামালগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, পল্লী মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিসেস রিনা বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল্লাহিল শাফি। জেছিস টিপিং পয়েন্ট প্রজেক্ট জামালগঞ্জ এর ট্রেনিং অফিসার নূরুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালগঞ্জ টিপিং পয়েন্ট প্রজেক্ট এর ম্যানেজার রোকন উদ্দিন আহমদ। বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ রুমী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ মহিলা পরিষদ জামালগঞ্জ শাখার সভাপতি শেখ আয়শা বেগম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালী উল্লাহ সরকার, সদর ইউনিয়নের মহিলা সদস্যা শারমিন সুলতানা,জামালগঞ্জ সদর ইউনিয়ন নিকাহ রেজিষ্টার কাজী সরফুল বাশার প্রমুখ, জামালগঞ্জ মডেল হাইস্কুলের ছাত্র তিতাস দাস ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তামান্না আক্তার। শতাধিক শিক্ষার্থী ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।