করোনার প্রাদুর্ভাবে সেলফ আইসোলেশনে অসিরা

6

স্পোর্টস ডেস্ক :
সোমবার অ্যাডিলেডে নতুন করে করোনভাইরাসের প্রাদুর্ভাবে ক্যাপ্টেন টিম পেইন-সহ অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা সেলফ আইসোলেন যেতে বাধ্য হলেন৷ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফে এমনটাই জানানো হয়েছে৷ ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালেই ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট খেলবে অস্ট্রেলিয়া৷ এই টেস্টটি হবে পিঙ্ক বলে অর্থাৎ ডে-নাইট টেস্ট৷
অ্যাডিলেডে কোভিড-১৯ এর একটি গোষ্ঠী পশ্চিম অস্ট্রেলিয়া, তাসমানিয়া এবং উত্তর টেরিটরির মতো অন্যান্য রাজ্যগুলোকে দক্ষিণ অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের সীমানা বন্ধ করতে এবং সোমবার দুপুর সাড়ে ১১ টা থেকে অ্যাডিলেড থেকে আসা সকলকে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টাইন চাপিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে৷
সিডনি মর্নিং হেরাল্ড সংবাদপত্রে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র জানিয়েছেন, ‘চলমান পর্যবেক্ষণ চলছে৷ তবে এটিই গল্পের শেষ৷’ কারণ এখানেই সিরিজের প্রথম তথা একমাত্র ডে-নাইট টেস্ট ম্যাচটি হবে৷
রবিবার চারটি থেকে সোমবার বিকেল পর্যন্ত মামলার সংখ্যা বেড়েছে। অস্ট্রেলিয়ার সামার ক্রিকেটের জন্য বিশৃঙ্খলা ছুঁড়ে ফেলার সম্ভাবনা রয়েছে৷ জোর দিয়ে বলেছেন যে অ্যাডিলেড ওভালে ভারতের বিরুদ্ধে আগামী মাসের টেস্ট সিরিজ ওপেনার ডে -নাইট গোলাপি বলে ম্যাচটি সন্দেহ করার কারণ নেই। তাসমানিয়ান স্বাস্থ্য কর্তৃপক্ষের ৯ নভেম্বর থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে পৃথক পৃথকীকরণের ব্যবস্থা রয়েছে। এর অর্থ হ’ল দক্ষিণ অস্ট্রেলিয়ায় শেফিল্ড শিল্ড ম্যাচের উদ্বোধনী রাউন্ডটি শেষ করা তাসমানিয়া স্কোয়াডে পেইন, ম্যাথিউ ওয়েড এবং তাদের সতীর্থদের আইসোলেশনে থাকতে বলা হয়েছিল৷
ক্রিকেট তাসমানিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘জনস্বাস্থ্যের আরও পরামর্শের জন্য আমরা অপেক্ষা করায় তাসমানিয় টাইগারস শেফিল্ড শিল্ড দলটি স্ব-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খেলোয়াড় এবং স্টাফদের পরে কোভিড-১৯ স্বাব পরীক্ষা আজ শিডিউল হয়েছে৷’
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলে অংশ নেওয়া ইন্ডিয়া স্কোয়াড এবং যে অস্ট্রেলিয়ানরা বৃহস্পতিবার থেকে সিডনিতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখান থেকে বেরিয়ে সিরিজের একদিন আগে ২৭ নভেম্বর এমসিজি-তে সিরিজের প্রথম ওয়ান ডে খেলবেন৷
ক্যানবেরার তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক অনুষ্ঠানের আগে সিডনি প্রথম দুটি ম্যাচ খেলবে। বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সিডনিতে।
টেস্ট সিরিজের আগে সিডনিতে অস্ট্রেলিয়া ‘এ’-র বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে৷ প্রথমটি ৩ ডিসেম্বর, তারপরে ১১-১৩ ডিসেম্বর এসসিজি-তে ডে-নাইট ম্যাচ হবে।প্রথম টেস্টটিতে প্রায় ৫০ শতাংশ, প্রতিদিন ২৭,০০০ টিকিট পাওয়া যাবে।