মৌলভীবাজারে শিশুসহ ২৬ জনের করোনা পজেটিভ

18

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার জেলায় নতুন করে শিশুসহ আরও ২৬ জনের করোনা পজেটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৭৮ জন।
(গত ১০ জুন) বুধবার রাতে ঢাকা থেকে নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে বলে জানান মৌলভীবাজার সিভিল সার্জন মো. তাউহীদ আহমদ।
নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ৫জন, রাজনগর উপজেলায় ২ জন, কুলাউড়ায় উপজেলায় ১২ জন, বড়লেখা উপজেলায় ৪ জন, কমলগঞ্জ উপজেলায় ১ জন এবং শ্রীমঙ্গলে শিশুসহ ২ জন। আক্রান্তদের মধ্যে নারী পুরুষ উভয়েই রয়েছেন।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, শিশুটির বয়স ১০ বছর। শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য সহকারীর মেয়ে। অন্যজন ২৬ বয়সী যুবক। তার বাড়ি সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া এলাকায়। গত ২ ও ৩ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইডিসিআরে পাঠানো হয়েছিল।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম বলেন, আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।আক্রান্ত পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।