জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দল আওয়ামীলীগের উদ্যোগে পৃথক ভাবে কর্মসূচি পালন করা হয়।
১৪ ডিসেম্বর মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর প্রমুখ। এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড নেতা ফকির আজিজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক ভাবে দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, কলকলিয়া ইউনিয়ন আ’লীগের মাস্টার মিজানুর রহমান, মিরপুর ইউনিয়নের সাহাব উদ্দিন, পাইলগাঁও ইউনিয়নের হাজী আবদুল তাহিদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, সহ-সম্পাদক বকুল গোপ, শামসুজ্জামান রইছ, পৌর যুবলীগের রাজিব চৌধুরী বাবু, রেজাউল করিম রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সহ-সভাপতি মতিউর রহমান প্রমুখ।