জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর চিকনাগুল বাজারের ব্যবসায়ী কামাল আহমদের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ও ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশীদসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার (২৮ মে) চিকনাগুল বাজারের চিকনাগুল ইউনিয়নবাসীর ব্যানারে মানববন্ধন পালন করা হয়।
চিকনাগুল বাজারের ব্যবসায়ী ছাকেদ মিয়ার সঞ্চালনায় ও বাজারের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী।
মানববন্ধনে বক্তারা বলেন চেয়ারম্যান আমিনুর রশীদ অবৈধভাবে বাজার দখল করতে গিয়ে বাজারের ব্যবসায়ী কামাল আহমদের উপর হামলা করে দৃষ্টতার পরিচয় দিয়েছেন। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
মানববন্ধনে কামাল আহমদের ৫ বছরের ছোট মেয়ে সুমাইয়া আক্তার রিমি তার বাবার উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মছদ্দর আলী, বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সাংবাদিক মো. ইসলাম আলী, ৫ নম্বর চিকনাগুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মক্তর আহমদ, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবলীগ সদস্য তোতা মিয়া, বিশিষ্ট মুরুব্বি বশির আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা কামরান আহমদ, হজরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি বাবলু আহমদ, আহত কামাল আহমদের ছোট মেয়ে সুমাইয়া আক্তার রিমি, শুক্রবারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল আহমদ, প্রচার সম্পাদক মনছুর আহমদ চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সেলিম আহমদ, হাজি জমশেদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি