বড়লেখা থেকে সংবাদদাতা :
বড়লেখায় ইউপি সদস্যকে ভোট না দেয়ার জের ধরে ৩ শিক্ষার্থী মহিলা সহ ৫ জন আহত হয়েছেন।
এ সময় তাদের বসত ঘরে হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামী পক্ষ জামিনে এসে তাদের ঘরে রাতের আধারে ঢিল মারার অভিযোগ রয়েছে। এ নিয়ে বাদীর পরিবার ঘর বাড়ী ছেড়ে অন্যত্র রাত কাটাচ্ছে। এ সবের মূল মদদ দাতা উত্তর শাহবাজপুরের ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদ। সরজমিনে এলাকায় গিয়ে ও মামলা সূত্রে জানা গেছে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির আহমদকে পাশের বাড়ী খলিলুর রহমান ও তার পরিবার গত ইউপি নির্বাচনে ভোট না দেওয়ায় মেম্বারের সমর্থক খলিলুর রহমান ছোট ভাই জালিম আহমদ, ভাগনা মামুন আহমদ, জাকির হোসেনকে মেম্বার কবির আহমদ তাদের পিছনে লেলিয়ে দেন এবং একের পর এক ঝগড়া ঝাটি লাগিয়ে নানা হয়রানির অভিযোগ উঠেছে মেম্বার কবিরের বিরুদ্ধে। তুচ্ছ ঘটনা বরই পাড়াকে কেন্দ্র করে মেম্বার সমর্থকদের হামলায় খলিলুর রহমান ৪৮, তার স্ত্রী ফাতেমা বেগম ৩৫, তাদের মেয়ে স্কুল শিক্ষার্থী ১০ম শ্রেণীর ছাত্রী ছায়মা আক্তার পলি ১৬, ৮ম শ্রেণীর ছাত্রী তানজিলা আক্তার মিলি ১৩, ৫ম শ্রেণীর ছাত্র রাহিম হোসেন ১০কে আহত করে এবং খলিলুর রহমান এর স্ত্রীকে শিলতা হানীর চেষ্টা চালায় ও বসত ঘরের ঘটনায় বাদী হয়ে মামলা করেছেন খলিলুর রহমান। মামলার নং ২/১৯ এতে মামলার আসামীরা হচ্ছেন ১। জামিল আহমদ ২। মামুন আহমদ ৩। জাকির হোসেন ৪। বেদেনা বেগম ৫। হুসনা বেগম ৬। মন্নি বেগম। মামলার ২নং আসামী মামুন আহমদ পলাতক রয়েছেন। অন্য আসামীরা জামিনে এসে বাদীর পরিবারের ঘরে ঢিল ছুড়ছেন এবং তাদের হুমকি অব্যাহত রয়েছে।