কানাইঘাটে পৃথক অনুষ্ঠানে জেলা প্রশাসক ॥ দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে

32

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের নবাগত জেলা প্রশাসক নুমেরী জামান কানাইঘাট উপজেলা প্রশাসনের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা তাদের কার্যালয়ের চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড তোলে ধরার পাশপাশি লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসক নুমেরী জামানের কাছে তোলে ধরেন। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, সিলেটে যোগদান করার পর আমি আজ প্রথম কানাইঘাটে এসেছি, আপনাদের সমস্যার কথা শুনলাম। যথাসাধ্য চেষ্ঠা করব সমস্যা নিরসনে। তিনি বলেন, দেশ সব দিকে এগিয়ে যাচ্ছে। তারপরও আমাদের কিছু প্রতিবন্ধকতা রয়েছে। অনেক সরকারী অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের পদ শূণ্য রয়েছে। সরকার সেসব পদে লোকবল নিয়োগ দিচ্ছেন। সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড, স্বচ্চতা ও জবাব দিহিতার মাধ্যমে আমাদের কে বাস্তবায়ন করতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সবাইকে মিলেমিশে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। সভায় লোভাছড়া পাথর কোয়ারি সংক্রান্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সেখানে কি ঘটছে তা আমার নলেজে রয়েছে। কোয়ারিতে আর যেন কোন ধরনের প্রাণহানীর ঘটনা না ঘটে এবং এলাকার পরিবেশ রক্ষার্থে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহন করা হবে। সেখানে কোন ধরনের বেআইনী কর্মকান্ড কাউকে করতে দেওয়া হবে না। শুধুমাত্র পাথর কোয়ারিতে জীবিকার বাহন না করে এলাকার দরিদ্র মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ গ্রহন করতে হবে। অনাবাদি জমি চাষের আওতায় আনতে হবে। বিভিন্ন সরকারী দপ্তরের শূণ্যপদ পূরণে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, বানীগ্রাম ইউ.পির চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, ভেটেনারী সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, প্রকৌশলী রিয়াজ মাহমুদ , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্ত, কানাইঘাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, ডাঃ আবুল হারিছ প্রমুখ। অপরদিকে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান কানাইঘাটে এসডিএফ সহায়তায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসডিএফ এর জেলা ব্যবস্থাপক সামিউল হকের সভাপতিত্বে ও জেলা কর্মকর্তা সৈয়দ আল মামন ও কানাইঘাট ক্লাস্টার কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এসডিএফ এর পরিচালক, বোর্ড অব ডিরেক্টর সৈয়দ এপতার হোসেন পিয়ার, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, পৌর মেয়র নিজাম উদ্দিন, থানার ওসি মোঃ আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল প্রমুখ। জেলা প্রশাসক নুমেরী জামান তার বক্তব্যে বলেন, এসডিএফ প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র নারী সমাজকে আর্থিক ভাবে সাবলম্বী করার জন্য নানা ধরনের যোগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হচ্ছে সেই সাথে নারীরা আর্থিক ভাবে নানা ধরনের ব্যবসা পরিচালনা করে সকলক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন। নারীর ক্ষমতায়ন ছাড়া কোন এলাকার সার্বিক উন্নয়ন সাধন করা সম্ভব নয়। তাই নারীদের সকল ক্ষেত্রে নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসতে হবে। তিনি বিতরণকৃত ল্যাপটপের মাধ্যমে সমিতির আয়-ব্যায় পরিচালনা এবং এর সদ-ব্যবহার করার জন্য এসডিএফ নারী কর্মীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে এসডিএফ এর ৭০টি গ্রাম সমিতির মাঝে ল্যাপটপ বিতরণ জেলা প্রশাসক নুমেরী জামান।