অবশেষে বন্ধ ঘোষণা করা হলো হাসান মার্কেট ও হকার মার্কেট

23

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের আহবানে সিলেটের সর্বস্তরের ব্যবসায়িদের সভায় ঈদের আগে সিলেটের কোন মার্কটে বিপণী বিতান ও শপিং মল না খোলার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে খুলে রাখা হাসান মার্কেট ও হকার্স মার্কেট অবশেষে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ শুক্রবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সিলেটের বর্তমান সময়ের আলোচিত এই দুটি মার্কেট।
হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রইস আলী বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আহবানে সাড়া দিয়ে মার্কেট দুটির ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় নগরভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন হাসান মার্কেট ও হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা। এতে মেয়রের আহবানে সাড়া দিয়ে ও সিলেটের মানুষের কথা চিন্তা করে আজ শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তারা মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত শুক্রবার সিলেট নগরের ব্যবসায়ীরা দোকানপাট ঈদের আগে খোলা না রাখার ঘোষণা দেন। নগরভবনে মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠকে সকল ব্যবসায়ীরা ঐক্যমত্যভাবে এই সিদ্ধান্ত দিলেও এতে উপস্থিত ছিলেন না হাসান মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
তবে পরদিন শনিবার সিলেটের হাসান মার্কেটও বন্ধ রাখার ঘোষণা দেন মার্কেট কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার থেকে হাসান মার্কেট ও হকার্স মার্কেটের ব্যবসায়ীরা খুলে বসেন দোকানপাট।
বৃহস্পতিবার পুনরায় মার্কেট দুটি বন্ধের ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা।