সিলেট কারাগার থেকে মুক্তি পেলেন ১৩ বন্দি

27

স্টাফ রিপোর্টার :
সারাদেশে কারাগারে থাকা প্রায় তিন হাজার বন্দিদের ধারাবাহিকভাবে মুক্তি দিচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিন দফায় ১৩ বন্দি মুক্তি পেয়েছেন।
প্রথম দফায় ছয় মাস থেকে এক বছর সাজাপ্রাপ্ত দুইজন মুক্তি পান। দ্বিতীয় দফায় এক থেকে তিন মাস সাজাপ্রাপ্ত ছয়জনের মুক্তির কথা ছিল। তবে চারজন জরিমানার টাকা পরিশোধ করতে না পারায় মুক্ত হতে পারেননি। তৃতীয় দফায় তিন মাস থেকে ছয় মাস সাজাপ্রাপ্ত নয়জন মুক্তি পেয়েছেন। এ দফায় আরো ১৬ জন মুক্তি পেতে পারতেন। কিন্তু জরিমানা পরিশোধ করতে না পারায় তারা মুক্তি পাননি। অবশ্য জরিমানার টাকা পরিশোধ করলেই তারা মুক্তি পাবেন।
রবিবার (১০ মে) সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করে বলেন, তিন দফায় ১৩ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এ কারাগার থেকে ৩৩ জনকে মুক্তি দেওয়া হবে। আরো ২০ জন জরিমানা পরিশোধ করে মুক্ত হতে পারবেন।