প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শাবির একদিনের বেতন

5

শাবি থেকে সংবাদদাতা :
দেশব্যাপী ছড়ানো করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে হতদরিদ্র মানুষের জন্য গঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ টাকা জমা দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে শাবিপ্রবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা ১৩,২৫০০০ টাকার একটি চেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে সবার সঙ্গে মতবিনিময় করেন এবং এ করোনা ক্রান্তিকালে আমাদের সবাই যার যার অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।
এছাড়া করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা এবং জাতিকে সঠিক নির্দেশনা দেওয়ার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন উপাচার্য।