হাসান ফখরুল
কালবৈশাখী ঝড়ের মাঝে
ছনের চালা ওড়ে
দুঃখ বাড়ে গরীব লোকের
হৃদয় যেন পোড়ে।
মেঘ জমেছে ওই আকাশে
আঁধার করে ধরণী
অঝোর তালে বৃষ্টি পড়ে
ঝড় হয়ে যায় স্মরণী।
ডাল উড়ে যায় চাল উড়ে যায়
উড়ে পাখির বাসা
ইচ্ছেগুলো মলিন করে
পুড়ে মনের আশা।
কালবৈশাখী ঝড়ের মাঝে
ক্ষতির পালা খুব
নিরুপায়ে কাঁদে সবাই
হয়ে যেন চুপ।