করোনায় মৌলভীবাজার কারাগার থেকে মুক্তি পেলেন ৬ জন

11

মৌলভীবাজারর থেকে সংবাদদাতা :
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকারের সাধারণ ক্ষমায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে এ পর্যন্ত ৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
শনিবার (৯ মে) দুপুরে জেলা কারাগার সূত্রে জানা যায়, প্রথম দফায় ২ মে ২ জন, দ্বিতীয় দফায় ৩ মে ১ জন, তৃতীয় দফায় ৮ মে ৫ জনের মুক্তি দেওয়ার জন্য আদেশ আসে। এরমধ্যেই সাজাপ্রাপ্ত ৬ বন্দিকে মৌলভীবাজার জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি দুজন অর্থদণ্ড পরিশোধ করলে তাদের মুক্তি দেওয়া হবে।
মুক্তি প্রাপ্তরা হলেন- আমজাদ, মালিক, আলাউদ্দিন, হুসেন, উজ্জ্বল-১, উজ্জল-২।
বাকি দুইজন হলেন- সিহাব উদ্দিন, জুনেদ আহমেদ।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান বলেন, দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে সাধারণ ক্ষমা ঘোষণা করে বেশ কিছু বন্দি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার জেলা কারাগার থেকে মেট ৮ জনকে মুক্তি দেওয়ার জন্য আদেশ আসে।
তিনি বলেন, মোট ৮ জনের মধ্যে ৬ জনকে তিন দফায় মুক্তি দেওয়া হয়েছে এবং বাকী দুই জন অর্থদণ্ড দিলেই তাদের মুক্তি দেওয়া হবে। তবে তাদের সাজা মওকুফ করা হয়েছে।