স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস বলেছেন, এখন যে পরিস্থিতি চলছে তাতে খেলা আগে শুরু হওয়া দরকার। যদি ফাঁকা স্টেডিয়ামেও খেলা হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই।
২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা উপহার দিতে অনন্য অবদান রাখেন বেন স্টোকস। তিনি বলেন, আমি মনে করি দর্শক থাকুক বা না থাকুক, এটা কোনো বিষয় নয়। দর্শক না থাকলে আমাদের খেলায় কোনো প্রভাব পড়বে না। আমরা আগেও জয়ের লক্ষ্যে খেলেছি, এখনও জয়ের কথা চিন্তা করেই খেলব।
বিবিসি রেডিও লাইভে স্টোকস আরও বলেন, এখন সম্পূর্ণ ভিন্ন একটি প্রেক্ষাপট। সমর্থকদের টিভির দিকে আকর্ষণ ফিরিয়ে ক্রিকেট মাঠে ফেরাতে হবে। সেজন্য আমাদের করণীয় সবকিছুই করতে হবে। যদি ফাঁকা মাঠে খেলতে হয় তবে সেটাই করতে হবে। দীর্ঘ সময় খেলা বন্ধ রাখা ঠিক হবে না।
জুন মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু করোনাভাইরাসের কারণে সিরিজ স্থগিত করা হয়েছে। তবে তিন ম্যাচের এই টেস্ট সিরিজটি এই গ্রীষ্মে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করার পক্ষে বেন স্টোকস।