স্টাফ রিপোর্টার :
নগরীতে চলাচলকারী ভুয়া ইন্স্যুরেন্সধারী ২০টিরও বেশি সিএনজিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়েছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ইন্স্যুরেন্স কোম্পানীগুলোর সহযোগিতায় গতকাল বুধবার সকালে নগরীর চৌহাট্টা পয়েন্টে ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারি কমিশনার পলাশ রঞ্জন দে। অভিযানে সার্জেন্ট মামুনুর রশিদ ভুঁইয়াসহ ট্রাফিক পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানকালে পুলিশকে সহযোগিতা করেন সিলেট ইন্স্যুরেন্স ক্লাবের পক্ষথেকে গ্রীণডেল্টার জগতজ্যোতি ভট্টাচার্য্য, ফিনিক্স’র অলক শ্যাম, পিপলস’র এনামুজ্জামান, প্রগতি’র দেবাশীষ কুমার সিংহ, এশিয়া প্যাসিফিক’র মো. ফজলুর রহমান, বিজি আইসি’র শেখর দে ও ফেডারেল’র আজীমুদ্দৌলা খান। অভিযানে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ’র ১১টি, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিঃ, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ, নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ’র ভুয়া ইন্স্যুরেন্সের কাগজপত্র জব্দ করা হয়।
ইন্স্যুরেন্সের ভুয়া কাগজদারী গাড়ির ড্রাইভাররা জানান, পুলিশি মামলা এড়াতে গাড়ির মালিকরা অল্প টাকায় সিলেট কোটের আইনজীবী সহকারিদের কাছ থেকে এসব ভুয়া ইন্স্যুরেন্সের কাগজপত্র নেন।
অভিযানকালে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারি কমিশনার পলাশ রঞ্জন দে বলেন, সিলেট ইন্স্যুরেন্স ক্লাবের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং ভুয়া ইন্স্যুরেন্সদারীদের ধরতে সহযোগিতার আশ^াস দেয়া হয়। পরে ঊধ্বর্তন কর্তৃপক্ষের নিদের্শে আমরা এ অভিযান পরিচালনা করেছি। অভিযানে ২০টিরও অধিক গাড়িতে ভুয়া ইন্স্যুরেন্সের কাগজপত্র পেয়ে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।