শাবি প্রতিনিধি
গুচ্ছভুক্ত ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিতির হার ৯৭.৭৭শতাংশ।
শনিবার (২৭মে) দুপুর ১২টায় থেকে ১টায় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষাভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম বলেন, শাবি কেন্দ্রে ৯৪৪ জন শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়েছিল। এর মধ্যে ৯২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। যা মোট আবেদনকারীর ৯৭.৭৭শতাংশ। পরীক্ষায় ২১ জন শিক্ষার্থী অংশ নেয়নি। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো জালিয়াতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।