স্টাফ রিপোর্টার :
খুন, ডাকাতি, চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী অস্ত্রসহ আটক তানিম আহমেদ বাবুল ওরফে বাবলুর ৫ দিনের রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। গত বুধবার রাতে নগরীর কালিবাড়ি থেকে পাইপগানসহ তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। সে নগরীর পাঠানটুলা এলাকার আব্দুল্লাহ অন্তর হত্যা মামলার প্রধান আসামী। বাবলু নগরীর ৫১/বি,বন্ধন আ/এ, আখালিয়া নোয়াপাড়ার জমশেদ আলীর পুত্র।
এ ঘটনায় এসআই সুজন বাদী হয়ে জালালাবাদ থানায় বাবলুকে আসামী করে মামলা করেন। তবে তার বিরুদ্ধে আগেও ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রবিবার আদালতে তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান এসআই সুজন। বাবলুর বিরুদ্ধে জালালাবাদ ও এয়ারপোর্ট থানার ৯ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
জানা যায়, গত ২০১৬ সালের ১০ জুলাই নগরীর পাঠানটুলাস্থ মোহনা ১০৯ (নেহার মঞ্জিলস্থ) বাসায় খুন হন আব্দুল্লাহ অন্তর। আব্দুল্লাহর সাথে বাসার মালিক সানির বিরোধের জেরে বাবলুসহ দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে আব্দুল্লাহ অন্তরকে। ঘটনার এক বছর পর এই হত্যা মামলার প্রধান আসামী বাবলু গ্রেফতার হলো। তার সন্ত্রাসী কর্মকান্ডে কালিবাড়ী এলাকার মানুষ ভয়ে থাকতেন। বাবলু গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এলাকায় মানুষজন ।