জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
ভাটির জনপদ সুনামগঞ্জ জেলার কৃষকদের উৎসাহ যোগাতে সার্বক্ষণিক হাওরে রয়েছেন হাওর কন্যা ক্ষ্যাত সিলেট-সুনামগঞ্জ মহিলা সংরক্ষিত মহিলা আসনের এমপি এডভোকেট শামীমা শাহরিয়ার। কখন আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে হত দরিদ্র কৃষকের ধান কাটতে কখন হাওরের শ্রমিকদের জন্য নিজের হাতে রেধে খাওনো,কখনও বা করোনা মহামারী সংকটে উপহার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন রকমের সেচ্ছাশ্রমে অংশগ্রহন করতে রাতদিন পরিশ্রম করেই চলছেন। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা সহ বিভিন্ন উপজেলার হাওরে ঘুড়ে ফিরছেন প্রতিনিয়ত। প্রতি দিনের ন্যায় শুক্রবার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাকনার হাওরে ভূতিয়ারপুর গ্রামের ইকবাল হোসেনর কাছে ধান কাটার কম্বাইন্ড হার্ভেস্টার মেশিন হস্তান্তর শেষে,মিনি পাকনার হাওরে ফেনারবাকঁ গ্রামের হত দরিদ্র কৃষক ও কৃষানীরদের মধ্যে বিশেষ মেডিকেল সাথে নিয়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করেন। ধান কাটার হার্ভেস্টার মেশিন হস্তান্তর কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দে,উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আঃ হক, ফেনারবাকঁ ইউনিয়ন আওয়ামীগের সভাপতি নুরুলহুদা চৌধুরী, আওমীলীগ নেতা শুভ্রত্র পুরকায়স্থ। এদিকে বিশেষ মেডিকেল টিম পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন শিশির,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শিলা রানী,সিএইচসিপি নিজাম নুর। এসময় প্রায় শতাধিক কৃষক কৃষানীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা ও বিনা মুল্যে ঔষুধ বিতরণ করেন।