সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান বলেছেন, শিক্ষার্থীরা নৈতিক, মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে জ্ঞান অর্জন করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার লক্ষ্যে পড়াশোনায় মনোযোগী হতে হবে। শুধু পড়ালেখা করে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। বিজ্ঞান ও প্রযুক্তি সহ সাহিত্য-সাংস্কৃতিক বিষয়েও পারদর্শি হতে হবে। তিনি বলেন, আলোকিত মানুষ গঠনে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে খেলাধুলায়ও নিয়মিত হতে হবে।
তিনি শনিবার দুপুরে বিদ্যালয়ের হল রুমে দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ এর সভাতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সিলেট সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, ভার্থখলা স্বর্ণালী সংঘের সাবেক সাধারণ সম্পাদক শিপল চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাবেদ আমিন সেলিম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ। ছাত্রী নুরিয়া জান্নাতের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য শাহ ফারজানা আহমেদ, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, শিক্ষক আব্দুস সালাম, লুৎফুর রহমান চৌধুরী, কামিনী খাতুন, সুফিয়া সুলতানা চৌধুরী, ইয়াসমিন বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সুস্থ মন ও সুস্থ দেহ গঠনে খেলাধূলার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি সকল শিক্ষার্থীদের খেলাধুলায় আন্তরিক হতে হবে। আজ যারা প্রতিযোগিতায় বিজয়ী হতে পারোনি তোমাদেরকে মন খারাপ করলে চলবে না। আগামীতে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মনোযোগী হওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি