রাধানগর বাজারে সবজি ও মাছ বাজার গরু বাজারে স্থানান্তর

38

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় বাংলাদেশ সরকার করোনা ভাইরাস সংক্রমণ রোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে গোয়াইনঘাটের বিভিন্ন হাট বাজারে ওসি আব্দুল আহাদ’র উদ্যোগে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে গোয়াইনঘাট থানা পুলিশ। এরই আলোকে গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় ও বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে বাজার থেকে সবজি ও মাছ বাজার গরু বাজার মাঠে স্থানান্তর করা হয়।
অস্থায়ী এ বাজার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। বৃহস্পতিবার দুপুরে রাধানগর গরু বাজার মাঠে গিয়ে দেখা যায় অস্থায়ী সবজি বাজারে ক্রেতা-বিক্রেতা উভয়েই নিরাপদ দূরত্ব মেনে বাজারে কেনাকাটা করছেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম ও থানার ওসি আব্দুল আহাদ অস্থায়ী এ বাজার পরিদর্শন করেন।
রাধানগর বাজার পরিদর্শন শেষে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশ নানা উদ্যোগ গ্রহণ করেছে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিকনির্দেশনায় গোয়াইনঘাট উপজেলায় করুণা মহামারী রুদে গোয়াইনঘাট থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বাজার গুলোতে জনসমাগম বেশি হওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলো খেলার মাঠ ও বড় বড় জায়গায় স্থানান্তর করা হচ্ছে। এরই আলোকে আজ রাধানগর বাজারের সবজি ও মাছ বাজার গরু বাজারে স্থানান্তর করা হয়।
গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র এএসপি নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী আমরা মানুষকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। সামাজিক দূরত্ব মেনে চলার জন্য প্রতিদিনই আমরা বাজার মনিটরিং করছি। বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় থাকছে না। তাই সবজি ও মাছ বাজারগুলো বড় বড় মাঠে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আমাদের সবার সামাজিক দূরত্ব মেনে চলা খুবই জরুরি। তাই জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন, ডাক্তার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান, রাধানগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ রাধানগর বাজার ব্যবসায়ী বৃন্দ।