স্টাফ রিপোর্টার :
নগরীর নবাবরোডে দুর্বৃত্তদের হামলায় ৩ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে নিরাময় ক্লিনিকের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। আহতরা হচ্ছে, নগরী লামাবাজার এলাকার বাসিন্দা আবু হোসেনের পুত্র সোহেল আহমদ (৩৫), তার সহোদর মো: রুবেল (২৬) ও তার মামা আব্দুস সালাম (৪৫)। ওই আহতদের এলাকায় তাদের শ্যামল ট্রেডার্স ও সালাম আয়রন নামের দু’টি ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে।
আহতরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যার ৭ টার দিকে নবাবরোডের শ্যামল ট্রেডার্সের সামনে ব্যবসায়ী মালামাল কিনা নিয়ে কালা, বাদশা ও সোহেলের মধ্যে ঝগড়া হয়। পরে রাত ৮ টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কিছু লোকজন শ্যামল ট্রেডার্সের মালিক সোহেলের দোকানে গিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তার শোর চিৎকারে পাশ্ববর্তী তার মামা আব্দুস সালাম ও তার ভাই রুবেল এগিয়ে গেলে তাদেরকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা সোহলের কাছ থেকে ব্যবসায়ীক ১ লক্ষ ২০ হাজার টাকা ও একটি গাড়ীর কাগজপত্র লুট করে নিয়ে যায়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে সোহেল আহমদ ও আব্দুস সালামের পিটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত সোহেল আহমদ।