গোয়াইনঘাটে দাম বাড়ানোয় জরিমানা

88

কে.এম.লিমন গোয়াইনঘাট থেকে :
রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার মূল্য স্থিতিশীল রাখতে সিলেটের গোয়াইনঘাটে উপজেলা সদরসহ বিভিন্ন হাট-বাজার মনিটরিং করেছেন ইউএনও নাজমুস সাকিব। বাজার মনিটরিং করাকালীন সময়ে চাল, ডাল, পিয়াজ, রসুন ও তেলসহ বিভিন্ন নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি করায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট করে ৪টি মামলায় দোকানদারদের বিভিন্ন অঙ্কের জরিমানা করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদর ও গুরকচি বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করে বিভিন্ন নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক মোবাইল কোর্ট তাদের জরিমানা করা হয়।
এ ব্যাপারে ইউএনও মো. নাজমুস সাকিব জানান, দেশে কোনো ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের সংকট নেই। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী করোনা ভাইরাসের অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি করেছে। ব্যবসায়ীদের এই অসাধু চক্রটি পণ্য সংকটের অজুহাত দিয়ে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আদাঁ, রসুনসহ সব ধরনের পণ্যের মূল্যবৃদ্ধি করেছে- এমন তথ্য পাওয়ার পর সাথে সাথে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪টি মামলায় বিভিন্ন অঙ্কের জরিমানা আদায় কর হয়েছে। একই সঙ্গে সকল দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা টানানো বাধ্যতামূলক নির্দেশ দেওয়া হয়েছে। অপর দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাকে ক্রয় বিক্রয়ে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এ সময় গোয়াইনঘাট থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।