কাজিরবাজার ডেস্ক :
১৭ শিশুসহ ৩২৮ জন মার্কিন নাগরিক ঢাকা ছেড়েছেন। সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাদের নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এ নিয়ে তৃতীয় দফায় মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালিত হলো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সর্বশেষ আটকে পড়া জার্মানির নাগরিকদের দেশে ফেরাতে গত শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে ১২৩ জন জার্মান নাগরিককে নিয়ে বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল আটকে পড়া মার্কিন নাগরিকদের দেশে ফেরাতে দ্বিতীয় চার্টার্ড ফ্লাইট ঢাকা ছাড়ে। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে করে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক।
এছাড়া গত ২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।