সাবেক চেয়ারম্যান ওয়াহিদুর রহমান সুফিয়ানের মৃত্যুতে হুইপ মিসবাহ এমপিসহ বিভিন্ন মহলের শোক

11

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের পরিচিত মুখ শহরের আরপিননগর তালুকদারবাড়ী নিবাসী সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান সুফিয়ান (৫৯) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৬ জুন মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটে সিলেটের একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র কন্যাসহ অগণিত গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। পৃথক পৃথক বিবৃতিতে সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রহমানের মৃত্যুতে সুগভীর শোক প্রকাশ ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী শাহী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, যুক্তরাজ্যস্থ সুনামগঞ্জ প্রবাসী সমিতি সুপ্রবাস এর সভাপতি ইমানুজ্জামান চৌধুরী মহী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান কবি ফেরদৌসী সিদ্দিকা, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার সম্পাদক প্রকাশক আহমদুজ্জামান চৌধুরী হাসান ও সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমির হোসেন রেজাসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য রাজনীতিবিদ ওয়াহিদুর রহমান সুফিয়ান ১৯৬২ ইং সনের ১ ফেব্রুয়ারী শহরের দক্ষিণ আরপিননগর গ্রামের সৈকত ৬৭ নং বাসভবনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম সাজিদুর রহমান, মাতা মোছাঃ আছিয়া রহমান। ছাত্রজীবনে তিনি এসএসসি পাসের পর সুনামগঞ্জ কলেজে সক্রিয়ভাবে পদার্পণ করেন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে। এইচ এস সি পাস করার পর দায়িত্ব পালন করেন জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে রাজপথে থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল জুলুম হুলিয়া আলিঙ্গন করেন। নেতৃত্বের গুণাবলী অর্জনের মধ্যে দিয়ে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ এর ২ বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেন। ২০০৯ইং সনের ২২ জানুয়ারী সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সর্বাধিক ৮৩ হাজার ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ তিনি সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন। বিভিন্ন সময় জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সুনামগঞ্জ পৌরসভার জনপ্রিয় চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদীনের নেতৃত্বাধীন সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন এর আহবায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে সামাজিক ও স্থানীয় জনগুরুত্বপূর্ণ গণদাবী বাস্তবায়ন আন্দোলনে পালন করেন গৌরবোজ্জ্বল ভূমিকা। জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে সুনামগঞ্জ শহরে মিছিলে অংশ নেওয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জেলা সদরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ এবং জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে জনগণের ভোটের অধিকার আদায়ের সকল সাংগঠনিক কর্মসূচিতে ও সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সম্পূর্ণভাবে বাংলাদেশ আওয়ামীলীগের যাবতীয় কর্মসূচি বাস্তবায়নে তার প্রচেষ্টা ছিল অব্যাহত।