দোয়ারাবাজারে মধ্যপ্রাচ্য ফেরত ব্যক্তির স্ত্রী করোনায় আক্রান্ত

13

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মধ্যপ্রাচ্য ফেরত এক ব্যক্তির স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। তার স্বামী কিছুদিন আগে সৌদি আরব থেকে এসেছেন। করোনাভাইরাসের লক্ষণ থাকায় ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়। রবিবার (১২ এপ্রিল) সকালে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। স্থানীয় মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘ওই প্রবাসী মার্চ মাসের ৫ তারিখে গ্রামের বাড়ি চন্ডীপুরে এসেছেন। স্বাস্থ্য বিভাগের লোকজন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে তার স্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। উপজেলা প্রশাসনের নির্দেশনা মতো ওই প্রবাসীর বাড়িসহ আশপাশের ১১টি বাড়ি লকডাউন করে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। লকডাউন তদারকির জন্য তিন জন গ্রাম পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।’
সিভিল সার্জন মো. শামছ উদ্দিন বলেন, ‘প্রবাসীর স্ত্রী করোনা পজিটিভ হওয়ায় তার পুরো গ্রাম ও পরিবারের সদস্যদের লকডাউন করেছে প্রশাসন। এখন ওই নারীর কাছাকাছি যারা এসেছেন তাদের শনাক্ত করার কাজ চলছে। ওই গ্রামে স্বাস্থ্য বিভাগের টিম সার্বক্ষণিক অবস্থান করছে।’