সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
ঝাড়– হাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। গতকাল রবিবার সকাল ১২টায় হাওর অধ্যুষিত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেকটা লোকচক্ষুর অন্তরারে গিয়ে নিজ হাতে ঝাড়– নিয়ে পরিষ্কার করতে লাগলেন হাসপাতাল এলাকা। ঘটনাটি দেখে হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এসে তাকে স্বাগত জানান এবং তার এ মহতী কাজে একাত্মতা পোষণ করলেন। স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মহিউদ্দিন বিপব জানান, একজন জনপ্রতিনিধির এই পরিচ্ছন্ন অভিযান সত্যিই ভালো উদ্যোগ। এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, লোক দেখানো নয়, জনগণকে আরো সচেতন করে তুলতে আমার এ ক্ষুদ্র প্রয়াস।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনে কামরুজ্জামান কামরুল চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার পর থেকেই সরকার প্রদত্ত সম্মানী ভাতা মেধাবী শিক্ষার্থীসহ দরিদ্রদের প্রদান করে আসছেন।