কাজিরবাজার ডেস্ক :
অস্ট্রেলিয়ায় ২ সপ্তাহ প্রশিক্ষণ শেষে দেশে ফেরা বিভিন্ন বিচারিক আদালতের ৩০ জন বিচারককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ২ সপ্তাহের প্রশিক্ষণ শেষে গত ১৫ মার্চ তারা দেশে ফিরেছেন। সেদিন থেকেই তাদের নিজ নিজ বাড়িতে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়।
বুধবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, গত ১৫ মার্চ ওই বিচারকরা দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান গণমাধ্যমকে বলেন, অস্ট্রেলিয়া ফেরত ৩০ জন বিচারককে হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্তের বিষয়ে জেনেছি। আইন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। তবে সিদ্ধান্তের কোনো আদেশ আমাদের কাছে এখনও এসে পৌঁছায়নি।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক কোয়ারেন্টাইনে : ভারত থেকে দুদিন আগে দেশে ফেরা বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
অন্যদিকে বরিশালের জেলা ও দায়রা জজ আদালত সূত্র জানায়, বরিশালের জেলা ও দায়রা জজসহ সারা দেশের ৩০ জন বিচারক গত ২৯ ফেব্রুয়ারি ট্রেনিংয়ে অস্ট্রেলিয়ার সিডনি যান। ট্রেনিং শেষে গত ১৫ মার্চ রাতে জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামসহ অপর বিচারকরা দেশে ফিরে আসেন।
বরিশালে ফিরে বুধবার সকাল ১০টায় এজলাসে ওঠেন জেলা জজ। ঘণ্টাখানেক বিচার কাজ সম্পাদনের পর শরীরটা ভালো লাগছে না বলে এজলাস থেকে নেমে যান। এরপর আগামী ১৪দিন তিনি হোম কোয়ারেন্টাইনে থাকবেন এবং এই সময়ে প্রথম অতিরিক্ত জেলা জজ তার আদালতের কার্যক্রম পরিচালনা করবেন বলে ঘোষণা করে তিনি বাসায় চলে যান।