তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ঘূর্ণিঝড়ে গাছপালা ও কাঁচা বসতঘর ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।
সোমবার ভোররাতে উপজেলার শ্রীপুর দক্ষিণ ও বাদাঘাট ইউনিয়নের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। প্রবল ঝড়ে ওই দু্টি ইউনিয়নের শতাধিক গাছপালা ও কাঁচাবাড়ি ভেঙে পড়ে। ঝড়ের কারণে কয়েক স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সোমবার ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল মিয়া বলেন, সোমবার ভোররাত ৩টার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে তাদের একটি মেহগনি গাছ উপড়ে পড়ে। এতে তাদের প্রতিবেশী মদরিস মিয়ার বসতঘর বিধ্বস্ত হয়। একই গ্রামের শিক্ষক মুহিবুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে তাঁর বাড়িতে ৫টি গাছ ভেঙে পড়েছে। শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম সরোয়ার ডালিম বলেন, ঘূর্ণিঝড়ে শ্রীপুর গ্রামের একটি বসতঘরসহ ৩০-৩৫টি গাছ উপড়ে যায়। শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুরাদ বলেন, তাঁর ইউনিয়নের অনেকেই তাঁকে ফোন করে কাঁচা বসতবাড়ি ও গাছপালা ভেঙে ক্ষতিসাধিত হয়েছে বলে জানিয়েছেন। বাদাঘাট ইউনিয়নের গড়কাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র সরকার বলেন, বিদ্যালয়ে এসএমসির টাকায় অতিরিক্ত একটি শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছিল। সোমবার ভোররাতের ঘূর্ণিঝড়ে একটি গাছ উপড়ে পড়ে সেই শ্রেণিকক্ষের একাংশ ভেঙে পড়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা বলেন, তাহিরপুরে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি উপজেলা সদরের চিকসা গ্রামের পাশে অনেক গাছপালা ভেঙে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। এ ছাড়া বিদ্যুতের সরবরাহ লাইনেরও অনেক ক্ষতি হয়েছে।