সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের অনুষ্ঠানে ‘আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তার বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ৭২ এ বাংলাদেশের সংবিধানের মাধ্যমে বঙ্গবন্ধু আইনের শাসন প্রতিষ্ঠিত করে যান। সংবিধানে ৭২ সালে যে ধারা ছিল, এখন পর্যন্ত সেই ধারা অনুযায়ী আইনজীবীদের সনদ দেওয়া হয়। আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার বঙ্গবন্ধু সংবিধানে নিশ্চিত করে গিয়েছিলেন।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু আইনের ছাত্র ছিলেন, তাই আইনজীবী হিসেবে আমরা গর্বিত। তিটি ৩৫টি আইন জারী করে গিয়েছিলেন। সংবিধানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
‘নব প্রজন্মেও নব চেতনায় বঙ্গবন্ধু’ শ্লোগানকে ধারণ করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ মুজিব শতবর্ষ উপলক্ষে ৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
ধারাবাহিক এই অনুষ্ঠানের ৯ম দিনে রবিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে চারটায় রিকাবিবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নিবেদনে এই অনুষ্ঠান জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও স্পেশাল পিপি অ্যাডভোকেট মনির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর ড. এম রবিউল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. সৈয়দ শামসুল আলম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা পিপি এডভোকেট নিজাম উদ্দিন আহমদ, সিলেট জেলা জিপি এডভোকেট রাজ উদ্দিন আহমদ, মহানগর পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী।
এডিশনাল পিপি এডভোকেট মাহফুজুর রহমান ও এডভোকেট রণজিৎ সরকারের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন এডভোকেট মইনুল ইসলাম এডভোকেট শাহ মোশাহিদ আলী।
আরও বক্তব্য দেন স্পেশাল পিপি এডভোকেট মফুর আলী, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট অশোক পুরকায়স্থ, এডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, এডভোকেট প্রদীপ ভট্টাচার্য ও এডভোকেট সামিউল আলম।
এর আগে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকগন মঞ্চে আগত অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন। এবং অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল দ্বৈতস্বর পাঠশালা, নাট্যম, নজরুল সংগীত শিল্পী পরিষদ। একক পরিবেশনায় ছিলেন খোকন ফকির, সুগ্রিয় দে, প্রদীপ মল্লিক প্রমুখ।
সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের আয়োজনের ১০ম দিন সোমবার (১৬ মার্চ) মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগরের নিবেদনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। ওই অনুষ্ঠানে সিলেটের সর্বস্তরের মানুষজনকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ। বিজ্ঞপ্তি