এ টি এম তুরাব, বিয়ানীবাজার থেকে :
অভিনব পন্থায় গ্রামীণ ফোনের ব্যাটারী চুরি করে নিয়ে যাওয়ার সময় বিয়ানীবাজার থানা পুলিশ বিপুল সংখ্যক মূল্যবান ব্যাটারীসহ ৬ চোরকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা আন্ত:জেলা চোর চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে পুলিশ এ সংক্রান্ত বেশ কিছু তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে।আজ শনিবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার গভীর রাতে গ্রামীণ ফোনের কর্মকর্তা কর্মচারী সেজে মাথিউরার একটি টাওয়ার থেকে ব্যাটারী খুলে ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় টাওয়ারের পাহাদারের সন্দেহ হলে সে চিৎকার শুরু করে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা ধাওয়া করে ৬ চোরকে আটক করতে সক্ষম হয়। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৬ চোরকে আটক করে এবং ৩৬টি মূল্যবান ব্যাটারীসহ বহনকারী ট্রাকটি থানায় নিয়ে আসে। আটক কৃতরা হলো- শরীয়তপুর কুন্ডেরাচর জাজিরাগ্রামের মোবারক আলীর পুত্র তাহের আহমদ (৩৩), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের মৃত ফয়জুল্লাহ পুত্র সাইয়ুম মিয়া (২৭), একই উপজেলার পাথারিয়া গ্রামের মৃত মন্টু মিয়ার পুত্র মোঃ শামিম (২৫), মৃত রইছ আলীর পুত্র মঞ্জুর আলম (২২), দিরাই উপজেলার মৃত ফয়জুল্লার পুত্র করিম আলী (৩৫) ও গাড়ী চালক সিলেট নগরীর আম্বরখানা এলাকার জয়নাল আবেদিনের পুত্র আনিসুর রহমান (৬৪)। পুলিশী জিজ্ঞাসাবাদে আটককৃতরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে জানিয়েছেন ওসি জুবের আহমদ।