আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধিত্ব করতে এসেছি – এমপি শামীমা শাহরিয়ার

10

জামালগঞ্জ থেকে সংবাদদাতা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক নেতা, তার কন্যা জননেত্রী শেখ হাসিনা উনা আর্দশকে সামনে রেখে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে সোলার ও নগদ অর্থ দেওয়া হয়েছে। এ অবদান আমার নয় সবটুকু জননেত্রী শেখ হাসিনার আমি শুধু উনার প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে পৌছে দেওয়ার দায়িত্ব নিয়েছি। উন্নয়ন সকলের প্রচেষ্টায় করতে হয়, কে ছোট কে বড় সেটা ভাবার বিষয় নয়, সবাই মিলে উন্নয়ন করতে চাই। উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা, শিক্ষায় যে জাতি অগ্রসর সে জাতি অনেক উন্নত হয়। গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় এডভোকেট শামীমা শাহরিয়া এম পির ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সোলার প্যানেল এবং অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত সভায় এ কথাগুলো বলেন এডভোকেট শামীমা শাহরিয়ার এমপি।
উপজেলা পরিষদ হল রুমে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুল হাসান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান বীণা রানী তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা কৃষকলীগের ভারপাপ্ত আহবায়ক শামসুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আবু তাহের তালুদার প্রমুখ।
জানা যায়, উপজেলার একশত উনিশজনের মধ্যে সোলার প্যানেল ও বিয়াল্লিশ জনকে নগদ পাচঁ হাজার টাকার চেক প্রদান করা হয়।