ষোড়শ সংশোধনী বাতিলের রায় জাতির জন্য মাইল ফলক ———– ইসলামী ঐক্যজোট

32

সুপ্রীম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিলের রায় জাতির মাইল ফলক হিসেবে দেশবাসী গ্রহণ করার পর, এই রায় পরিবর্তনের অপচেষ্টায় জাতি উদ্বিগ্ন। দেশের সর্বোচ্চ আদালতের সর্বসম্মত রায়কে মূল্যায়ন করে বিচার বিভাগ এবং আইন ও নির্বাহী বিভাগকে সমন্বয় করা সরকারের দায়িত্ব। এই রায় নিয়ে বাড়াবাড়ি করা জাতির জন্য কল্যাণকর নয়। বিচার ও আইন বিভাগের সাথে সম্পর্কিত সকলকে ধৈর্য্যরে সাথে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ভাবে উক্ত রায়ের মোকাবেলায় আইন কমিশনের সম্মানিত চেয়ারম্যান বিচারপতি জনাব এবিএম খায়রুল হকের অসংবিধানিক বক্তব্যে জাতি হতাশ হয়েছে। সরকারের সকল দায়িত্ব, সরকারের সকল বিভাগকে সমন্বয় করে প্রত্যেক বিভাগকে নিজ নিজ কক্ষপথে পরিচালিত করা। আইন ও নির্বাহী বিভাগ বিচার বিভাগের প্রতিপক্ষ হওয়া উচিত নয়। সম্প্রতি আপিল বিভাগের প্রদত্ত রায়ের প্রতি দেশবাসী সমর্থন জানিয়েছে বলে ইসলামী ঐক্যজোট নেতাবৃন্দ অভিমত ব্যক্ত করেন।
গতকাল ১৪ আগষ্ট সোমবার দুপুরে বার হল রুমে ইসলামী ঐক্যজোট সিলেট জেলা শাখা আয়োজিত প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
ইসলামী ঐক্যজোট সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রফিক বিন সিকন্দরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল হক, সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, সুনামগঞ্জ জেলা আহবায়ক মাওলানা মুজাম্মিল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাওলানা মুফতী আব্দুল করিম হক্কানী, মাওলানা সালেহ আহমদ, মাওলানা লায়েক আহমদ, ইলিয়াস বিন রিয়াসত, হাফিজ মুশাহিদ আলী, হাফিজ মাওলানা নুরুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি