বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে কানাইঘাটে আ’লীগের প্রস্তুতি সভা

4

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের এক প্রস্তুতি সভা গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় কানাইঘাট উত্তর বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, ফারুক আহমদ চৌধুরী, ফখরুদ্দিন শামীম, কাউন্সিলর মাসুক আহমদ, ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কৃষি বিষয়ক সম্পাম্পাদক মোঃ ফখরুদ্দিন, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাউন্সিলর ইসলাম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক নজির উদ্দিন প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, বন পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদ সদস্য আলমাছ উদ্দিন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সহ দফতর সম্পাদক সায়েম আহমদ, সহ প্রচার সম্পাদক মীর মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য রফিক আহমদ, জমির উদ্দিন, শফিকুর রহমান প্রমুখ। সভায় দলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে সারা দেশবাসী অধির আগ্রহে অপেক্ষা করছেন। এনিয়ে সারাদেশে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ইতি মধ্যে শুরু হয়েছে। কানাইঘাট জুড়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী নানা আয়োজনে উদযাপনের লক্ষ্যে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহনের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মশত বার্ষিকীকে ঘিরে আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কানাইঘাটে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাদের প্রতিহত করার জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেন।