বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেশ গুরুত্বপূর্ণ অবদান রাখছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার মাধ্যমে দেশি-বিদেশি সকল বিনিয়োগকারীরা তাদের নিজস্ব পণ্যের প্রচার করছে।
মঙ্গলবার (১১ ফেব্র“য়ারি) সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন সিলেট মেট্রো চেম্বারের ২০২০ সালের মেলা কমিটির আহবায়ক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ১ম সহ সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি আরো বলেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রনালয়, ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমতিক্রমে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মেলার আয়োজন করা হয়েছে। আমরা চেম্বার নেতৃবৃন্দ অতিতেও শাহী ঈদগাহস্থ খেলার মাঠে মেলার মাধ্যমে মাঠের উন্নয়নের জন্য সব সময় সহযোগিতা করে আসছি। ভবিষতেও এ ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।
মঙ্গলবার সকাল ১০টায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স
এন্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ৬ষ্ঠ আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠের কাজ পরিদর্শন করেন চেম্বার নেতৃবৃন্দ।
তারা মেলার সার্বিক আয়োজন ও নির্মিত দোকানপাঠসহ যাবতীয় কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। গত ৩ ফেব্র“য়ারি বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ খেলার মাঠে এই মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
এ সময় মেলার মাঠের কাজ পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশীদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, সাবেক সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন, পরিচালক মাহবুবুর রহমান, রাজীব ভৌমিক, অজয় ধর, সচিব মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য মো. আব্দুল গফফার, মেলার সমন্বয়ক মো. আমির হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি