স্টাফ রিপোর্টার :
সিলেট ওসমানী হাসপাতালে জন্ম নেয়া পেট জোড়া লাগানো ২ শিশু হান্নানা ও রুহামা অবশেষে মারা গেছে। গত রবিবার বেলা সাড়ে ৩ টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
গত ২৫ জানুয়ারি ওসমানী হাসপাতালে জোড়া কন্যা শিশুর জন্ম দেন গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদের স্ত্রী ফাতেমা বেগম। তবে ওই দুই নবজাতকের সব অঙ্গপ্রত্যঙ্গ আলাদা ও কার্যকর থাকলেও একটি মাত্র লিভার ছিল।
চিকিৎসকরা বলছিলেন, শিশু দু’টিকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা সম্ভব। তবে এজন্য তাদের ঢাকায় নিতে হবে। কারণ, অস্ত্রোপচারের পর ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট-এনআইসিইউ’ এনআইসিইউ সার্পোটের প্রয়োজন পড়তে পারে; যা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেই। পরে তাদের পরিবার গত ২ ফেব্র“য়ারি তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রবিবার বিকেলে তাদের দু’জনের মৃত্যু হয় বলে জানান তাদের পিতা মামুনুর রশিদ। এরপর বিকেলেই তারা শিশু দু’টিকে সিলেটে বাড়িতে নিয়ে আসেন। জানাযা শেষে তাদেরকে গ্রামের কবরস্থানেই দাফন করা হয়েছে বলে জানান তিনি।