কে এম লিমন গোয়াইনঘাট থেকে :
সবুজ- সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার এর দিক নির্দেশনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় জনসচেতনতা মূলক প্রচারাভিযানের অংশ হিসেবে গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাঁচাও বন্য প্রাণী, বাঁচাও পরিবেশ, বাঁচাও প্রকৃতি, বাঁচাও দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও আগামী সুন্দর সিলেট গড়ার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাটের ইউএনও’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে ইউএনও বিশ্বজিত কুমার পাল উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ক্রেতা, বিক্রেতা ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের হাতে পরিবেশ রক্ষায় সচেতনাতা মূলক লিফলেট বিতরণ করে প্রচারাভিযানের উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।