জালাল আহমেদ জয়
বৃষ্টি পড়ে পাতা নড়ে
বজ্র মেঘের স্বর,
ফোঁটায় ফোঁটায় ফুলের ঘ্রাণে
জলে যেন ভরে গেল চর।
মুগ্ধ আকাশ স্নিগ্ধ বাতাস
আহরণে তোমারি বিশ্বাস,
জলে জলে খেলা নদীর পাড়ে
বৃষ্টি ছলে তুমি
মনটা নিলে কেড়ে।
মেঘে মেঘে আকাশ ডাকা
অন্ধমায়ায় ছবি আঁকা,
শিল্পের তুলিতে তুমি মায়াবি
করেছো রংগীন এই পৃথিবী।
বৃষ্টির জলে ভাসে যেন
তোমার নূপুরের ঝিকিনিকি,
ভিজবো সখি মেঘের জলে
হৃদয়ের মোহনায় প্রেমের কূলে ;
একসাথে ডানা মেলে ধরবে কি ?
এ দু’হাত আমার –
বৃষ্টি ভেজা মনে তোমার।