জেড. এম. শামসুল :
সিলেট বিভাগে ২০২০ সালের প্রথম জানুয়ারী মাসে ৮৭ জনের অপমৃত্যু ঘটেছে।
বিভিন্ন সূত্রে জানা এ অঞ্চলে শুধু সড়ক দুর্ঘটনায় ৪৪ জন, খুন বা লাশ উদ্ধার ২২ জন, আত্মহত্যা ৬ জন, অগ্নিদগ্ধ হয়ে ৫ জন, টিলা ধসে ৪ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন, বজ্রপাতে ২ জন, পাগলা কুকুরের কামড়ে এক পাথর শ্রমিকের মর্মাতিক মৃত্যু ঘটে।
বিভিন্ন সূত্র মতে গত ১ জানুয়ারী বজ্রপাতে জকিগঞ্জের খায়রুল ইসলাম (১৩) ও বিয়ানী বাজারে সুমন আহমদ (১৩), বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শৈলেন তেলী (২৬) এর মৃত্যু ঘটে। ২ জানুয়ারী বালাগঞ্জে ইউ.পি সদস্যের হামলায় আব্দুল্লাহ মঞ্জব (৫০) খুন হন, বিয়ানী বাজারে হামিদা বেগম (৩৮) এর লাশ উদ্ধার, হবিগঞ্জ শহরে প্রত্যয় রায় (৪০)এর লাশ উদ্ধার, মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (৫০)‘র মৃত্যু ঘটে। ৫ জানুয়ারী কোম্পানী গঞ্জে কুকুরের কামড়ে পাথর শ্রমিক খালিদ মিয়া (৪০) মৃত্যু ঘটে।
৬ জানুয়ারী শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে পড়ে অঞ্জাতনামা (৩০), যুবকের আত্মহত্যা, মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় আলতাব মিয়া (৫০), শাহাব উদ্দিন (৩০), নাভিল মিয়া (১৮), দিরাইয়ে এক সংঘর্ষে আব্দুল নুর (১৬) ও আয়াজ মিয়া (৪৭) মারা যান। ৭ জানুয়ারী কমলগঞ্জে বিষ পানে আক্তার হোসেন (২২) আত্মহত্যা করে, বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল ইমরান (৩০), নবীগঞ্জে আগুনে পুড়ে আলীজান বিবি (৮০) মৃত্যু বরণ করেন। ৮ জানুয়ারী ছাতকে সড়ক দুর্ঘটনায় সুমন মিয়া (৩০)ও অজ্ঞাতনামা (৫০) এর মৃত্যু বরণ করে। ১১ জানুয়ারী জকিগঞ্জে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা (৪২) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার, তাহিরপুরে তোফাজ্জুল (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার, চুনারুঘাটে দেয়াল চাপায় জেবুন নেছা (৫০), মাধবপুরে অনামিকা (১১) শিক্ষার্থী আত্মহত্যা করে, কমলগঞ্জে সাহিদা আক্তার (২০) আত্মহত্যা করে। ১২ জানুয়ারী গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান (৩০), ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুটি মিয়া (৪০), নবীগঞ্জে খালেদা বেগম (২১) আত্মহত্যা করে। ১৩ জানুয়ারী সড়ক দুর্ঘটনায় গোয়াইন ঘাটে মায়ারুন্নেসা (৫৬), বিশ্বনাথে সুজন নন্দি (১০), অলোক ঘোষ (১৯), জগন্নাথপুরে উস্তার উল্লাহ (৭৬), কুলাউড়ায় সেজান আক্তার (৪৫) ও শিউলি আক্তার (৪৫), হবিগঞ্জে খোয়াই নদী থেকে ইসমাইল হোসেন (১২) এক শিশুর লাশ উদ্ধার, নবীগঞ্জে খালেদা আক্তার (২৯) নাম্মীর লাশ উদ্ধার।
১৪ জানুয়ারী শ্রীমঙ্গলে বদ্ধুর জন্ম দিন পালন করতে গিয়ে ইব্রাহীম মিয়া (১৫) দুবৃর্ত্তের হাতে খুন হয়, এদিন সিলেট নগরীর সুবিদবাজারে গাড়ী চাপায় সুলতানা বেগম (২৭) এর মৃত্যু ঘটে। ১৫ জানুয়ারী কুলাউড়ায় আব্দুল মুক্তাদির (৩৭) এর মৃতদেহ উদ্ধার, দোয়ারাবাজারে তাহমিনা আক্তার (১৫) আত্মহত্যা, কোম্পানীগঞ্জে টিলা ধসে আহত আবুল কালাম (৪০) প্রাণ হারায়। ১৬ জানুয়ারী ভোলাগঞ্জে টিলা ধসে আব্দুল ছালাম (৪০) মারা যায়। ১৭ জানুয়ারী দক্ষিণ সুরমায় গাড়ী চাপায় নাজু বেগম (২০) মারা যায়। ১৮ জানুয়ারী সিলেট নগরীর টিলাগড়ে কার উল্টে কলেজ ছাত্র নয়ন দাস (২৭) ও রুবের (২৬), মৌলভীবাজারে কার চাপায় শিলাপী বেগম (৩২), ছাতকে ছাদ থেকে পড়ে রিয়া বেগম (১৮) মৃত্যুবরণ করে। ১৯ জানুয়ারী বড়লেখায় মেয়ের জামাইর হাতে শাশুড়ী প্রীতিরানী কর্মকার (৫৫), স্ত্রী জলি ব্যানার্জী (৩৫), শিউলি বর্মন (১৪), লক্সী ব্যানার্জী (৬০), চা শ্রমিক নির্মল কর্মকার (৩৮), আত্মহত্যা করে, এদিন হবিগঞ্জে টমটম চাপায় শিউলি জেরিন (১৮) প্রাণ হারায়। ২০ জানুয়ারী কোম্পানীগঞ্জে পাথর চাপায় পাথর শ্রমিক লিটন মিয়া (২৩) মারা যায়।
২১ জানুয়ারী বটেশ্বরে গাড়ী চাপায় কুলসুম বেগম (৪৫), হবিগঞ্জে পুকুর থেকে পুলিশ কনষ্টেবল শাহিদুর রহমান (৩৫) এর লাশ উদ্ধার, মৌলভীবাজারে প্রতিপক্ষের হাতে রাজন আহমদ (৩০), বড়লেখায় অঞ্জাতনামা (৩০) এক মহিলার মৃতদেহ উদ্ধার, বিয়ানীবাজারে অজ্ঞাতনামা (৫০) মহিলার লাশ উদ্ধার। ২২ জানুয়ারী নগরীর চৌহাট্টায় ট্রাক চাপায় ইমতিয়াজ মাবুব (২০), ঘাসিটুলায় সাদাত হোসেন (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করে। ২৩ জানুয়ারী মৌলভীবাজারে ট্রাক চাপায় হুসনে আরা বেগম (৪০) মারা যান। ২৪ জানুয়ারী দক্ষিণ সুরমায় ট্রাক থেকে জাহাঙ্গীর (২৫) ও রাজু (২৫) নামের দু‘ লাশ উদ্ধার, বাহুবলে গাড়ী চাপায় আবু সাইদ (৩০), জগন্নাথপুরে গাড়ী চাপায় তামান্না (৮), রাজনগরে গাড়ী চাপায় ফজল মিয়া (৫০) মৃত্যু বরণ করেন। ২৫ জানুয়ারী সড়ক দুর্ঘটনায় দিরাইয়ে মুমিন মিয়া (২৮) ও তারেস দাস (৩০), কানাইঘাটে সুমাইয়া বেগম (২৫), দোয়ারায় পাওনা টাকা চাইতে গিয়ে কুদরত আলী (৬৫) প্রাণ হারান। ২৬ জানুয়ারী কোম্পানীগঞ্জে বাস চাপায় চান মিয়া (৩০) মারা যান। ২৭ জানুয়ারী কমলগঞ্জে ট্রলি চাপায় কালু মিয়া (৪০), বড়লেখার আহত কানন বালা (৩৪) মারা যান।
২৮ জানুয়ারী ভয়াবহ অগ্নিকান্ডে সুভাস রায় (৬৫), দিপ্তী রায় (৪৫), প্রিয়া রায় (১৫), দিবা রায় (৪০), দিপীকা রায় (৪), এদিন সড়ক দুর্ঘটনায় জিয়াউল ইসলাম (২০), দবিরুল ইসলাম (৩৫), মোজাইদুল ইসলাম (৩৫), আল-আমীন (৩৫), আজমিরিগঞ্জে পুত্রের হাতে পিতা নাজির উদ্দিন (৫২), শেরপুরে খলাই মিয়া (৪৮) এর লাশ উদ্ধার। ২৯ জানুয়ারী ছাতকে ট্রাক চাপায় বাবুল মিয়া (২৬), দক্ষিণ সুনামগঞ্জে প্রতিপক্ষের হাতে চান মিয়া (৫০) মারা যান। ৩০ জানুয়ারী কোম্পানীগঞ্জে টিলা ধসে পাথর শ্রমিক তানভীর হোসেন (২৭), ছাতকে ট্রাক চাপায় বাবুর মিয়া (২৪) মারা যান। ৩১ জানুয়ারী জুড়ীতে গাড়ী চাপায় সিদ্দিকুর রহমান (৬০) প্রাণ হারান।