সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে নিয়ে মিথ্যাচার অপপ্রচারের প্রেক্ষিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সদরে সকল শ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চলতি বোরো মৌসুমকে সামনে উপজেলার বিভিন্ন হাওরে সরকারি নীতিমালা অনুযায়ী বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ, সংস্কার কাজেন জন্য স্বচ্ছতা রেখে পিআইসি কমিটিগুলো গঠন করা হয়।
কিন্তু ফসল রক্ষা বাঁধের টাকা আত্মসাতের পরিকল্পনাকারী একটি কু-চক্রি মহল পিআইসি কমিটিতে অন্তর্ভুক্ত হতে না পেরে হাওর, কৃষি ও কৃষকবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পালের বিরুদ্ধে অহেতুক মিথ্যচার অপপ্রচারে নামে।
প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলার হাওরের উপকারভোগী কৃষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট প্রেরণ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার,মো. রজব আলী, অসিম চন্দ্র তালুকদার, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আবুল আজাদ, দুলাল মিয়া, আসাদ আল আজাদ, মো. রিয়াজ উদ্দিন, সাংবাদিক ওয়ালী উল্লাহ সরকার, আলী আমজাদ, সায়েম পাঠান, আমান উল্লাহ আমান, আশরাফুল আলম সজিব প্রমুখ। (খবর সংবাদদাতার)