আশায় বাঁধিয়া বুক জানুয়ারি ২৬, ২০২০ 14 Facebook Twitter Pinterest WhatsApp শীত মৌসুমে সুরমা নদীর পানি কমে যায়। বিভিন্ন জায়গায় জেগে উঠে চর। এরপরও পেটের তাগিদে “যদি কিছু পাওয়া যায়” এই আশায় স্রোত বিহীন নদীর অল্প পানিতে জাল ফেলে দিনভর মাছ শিকার করেন শিকারীরা। গতকাল দুপুরে নদীতে মাছ শিকারের এই দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী মামুন হোসেন।