স্টাফ রিপোর্টার :
সিনিয়র জেলা ও দায়রা এবং সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ড. মো: গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন আসল চিত্রকর। তারাই সমাজের প্রকৃত চেহারাটাই তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান সরকার অধিকার বঞ্চিত অবহেলিত মানুষকে বিনা খরচে আইনী সহায়তা দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। যার অন্যতম হচ্ছে জাতীয় আইনগত সহায়তা প্রধান সংস্থা। তিনি বলেন এর মাধ্যমে দেশের বিপুল সংখ্যক মানুষ আইনী সহায়তা পাচ্ছে। জেলা ও দায়রা জজ বলেন, সরকার এ সেবাকে একাবারে তৃণমূল নিয়ে যেতে হলে সাংবাদিকদের অন্যতম ভূমিকা পালন করতে হবে। কারণ সরকার চান না দেশের একজন মানুষও উন্নয়ন বঞ্চিত থাকুক। কিংবা সরকারি আইনী সহায়তা ও সেবার বাহিরে থাকুক। সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো: গোলাম মর্তুজা মজুমদার গতকাল বিকাল সাড়ে ৪টায় তার কার্যালয়ে সম্মেলন কক্ষে উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনী সেবার সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক এক কর্মশালায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাঁকন দেব। আলোচনায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো: লালা, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল কুদ্দুস, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, এডভোকেট শামসুল ইসলাম প্রমুখ।