রেহানা পারভীন মুক্তা
আমি মুক্ত, বিহঙ্গের মতো
ইচ্ছেমত উড়তে পারি।
আমি মুক্ত, বাতাসের মতো
ইচ্ছেমত বইতে পারি।
আমি মুক্ত, নদীর মতো
ইচ্ছেমত প্রবাহিত হইতে পারি।
আমি মুক্ত, বৃষ্টির মতো
ইচ্ছেমত ঝরতে পারি।
আমি মুক্ত, ফুলের মতো
ইচ্ছেমত সুবাস ছড়াতে পারি।
আমি মুক্ত, জোনাকি পোকার মতো
ইচ্ছেমত আলো ছড়াতে পারি।
আমি মুক্ত, আগুনের মতো
ইচ্ছেমত জ্বলতে পারি।
আমি মুক্ত, গাছের মতো
ইচ্ছেমত অক্সিজেন ত্যাগ করতে পারি।
আমি মুক্ত, আমি স্বাধীন
পরাধীনতার শৃঙ্খল ভেঙে চলতে পারি।