রোটারি ডিস্ট্রিক্ট গর্ভণর ইলেক্ট ২০২০-২০২১ (ডিজিই) বেলাল উদ্দিন আহমদ বলেছেন, রোটারিয়ানরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে। মানুষের খেদমত করাও একটা ইবাদত। সাধারণ মানুষের উপর প্রভাব পড়ে এ ধরনের সেবামুলক কর্মসূচী গ্রহণের সাথে সাথে মানুষের কল্যাণে রোটারিয়ানদের হাত আরো প্রসারিত করতে হবে। সমাজের উন্নয়নে আমরা যে সার্ভিস দিই সেটা যেন দীর্ঘ স্থায়ী হয় এই ব্যাপারে নতুন নেতৃত্বকে উদ্যমী ভূমিকা পালন করতে হবে।
নগরীর একটি হোটেলে গত বৃহস্পতিবার রাতে রোটারি ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট ২০২০-২০২১ বেলাল উদ্দিন আহমদকে প্রদত্ত সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন। সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অনুষ্ঠিত রোটারি গভর্ণর ইলেক্ট সেমিনার শেষে দেশে ফিরলে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রস্তুতি কমিটির চেয়ারম্যান রোটারিয়ান ডা. জাকারিয়া হোসাইনের সভাপতিত্বে ও কো- চেয়ার রোটারিয়ান রেহান উদ্দিন রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট ট্রেইনার পিডিজি রোটারিয়ান শহিদ আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান নুরুল হক সুহেল, পিপি রোটারিয়ান কবির আহমদ, পিপি রোটারিয়ান ফেরদৌস আলম, পিপি রোটারিয়ান পিপি আব্দুল মতিন, পিপি রোটারিয়ান আসাদুজ্জামান সায়েম,পিপি রোটারিয়ান ওলিউর রহমান নাহিদ,পিপি রোটারিয়ান ফরিদ আহমদ রিয়াদ, রোটারিয়ান জুবায়ের আহমদ রেজাউল করিম,পিপি রোটারিয়ান জুবায়ের আহমদ জাবের, রোটারিয়ান আব্দুস সামাদ নজরুল, রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান জুনায়েদ বখত আদনান, রোটারিয়ান রুহেল আহমদ, কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান ডা. কামরুল ইসলাম,রোটারিয়ান ডাক্তার আওলাদ হোসেন, রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান জুমন তারেক এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন রোটারিয়ান আহমদ হোসেইন কায়েস। বিজ্ঞপ্তি