কাজিরবাজার ডেস্ক :
চীনে কোনো প্রবাসী বাংলাদেশি এখনো পর্যন্ত নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া চীনের উহানে থাকা প্রবাসীদের প্রতিনিয়ত খোঁজ-খবর রাখা হচ্ছে।
শনিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চীনের উহানে ৩ থেকে ৪০০ বাংলাদেশি রয়েছেন। বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত তাদের খোঁজ-খবর রাখছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখনো কোনো বাংলাদেশি দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি।
বাংলাদেশ দূতাবাস থেকে একটি হটলাইন খোলা হয়েছে। এই হটলাইন নম্বর হচ্ছে- (৮৬)-১৭৮০১১১৬০০৫।