রোটারী ক্লাব অব সিলেট সিটির বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর আখালিয়াস্থ বড়গুল জামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন আইপিডিজি লেঃ কর্ণেল (অবঃ) এম আতাউর রহমান পীর।
এম আতাউর রহমান পীর বলেন, সুন্দর পৃথিবী গড়তে যেমন সুন্দর মানুষের প্রয়োজন। তেমনি নির্মল ও সবুজ প্রকৃতি গড়তে বেশি করে বৃক্ষরোপণ প্রয়োজন। তিনি শুধু নিজের নয়, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্নর রোটাঃ এম এ ওয়াদুদ আল মামুন, রোটারী ক্লাব অব সিলেট সিটি’র প্রেসিডেন্ট রোটাঃ নুরুর রহমান, সেক্রেটারী রোটাঃ এসএ শফি, প্রেসিডেন্ট (ইলেক্ট) রোটাঃ তানিয়া সুলতানা, পিপি রোটাঃ কামারুজ্জামান মাসুম, ইউপি সদস্য তারেক মিয়া বাবুল, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ফয়জুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি