গণদাবী ফোরামের আলোচনা সভা ॥ বিদ্যুতের ভৌতিক বিল অবিলম্বে প্রত্যাহারের দাবী

25

সিলেট বিভাগ গণদাবী ফোরামের সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর ৬ নং সুরমা ম্যানশন ৩য় তলাস্থ ফোরামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁকে সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। তাঁর অস্ত্রোপচার হওয়ায় তাঁর আশু সুস্থতা কামনা করা হয়। বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য সম্প্রতি বিদ্যুতের ভৌতিক বিলের কারণে গ্রাহকরা হয়রানির শিকার হওয়ায় নিন্দা জ্ঞাপন এবং অবিলম্বে ভৌতিক বিল প্রত্যাহারের দাবী জানানো হয়। ভবিষ্যতে এই ধরনের বিল দিয়ে গ্রাহকদের যাতে হয়রানী না করা হয় সে জন্য অর্থমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়। সিলেট বিভাগে কোন রোহিঙ্গা নাগরিক অনঅনুমোদিতভাবে যাতে প্রবেশ করতে না পারে সে জন্য আইন শৃংখলা বাহিনীকে সজাগ থাকার আহবান জানানো হয়। কৃষি ও মৎস্য সম্পদ রক্ষার স্বার্থে সিলেট বিভাগের হাওরগুলোর উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণের দাবী জানানো হয়। সভায় গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানানো হয় এবং মূল্য বৃদ্ধির উদ্যোগ প্রত্যাহারের দাবী জানানো হয়। সিলেট বিভাগে মাদকদ্রব্যের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনীকে তৎপর হওয়ার আহবান জানানো হয়। গোয়ালাবাজারের কাঠালখাইড় হতে সৈয়দপুর রাস্তার করুণ দশার কারণে যান চলাচল সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কারের দাবী জানানো হয়। ফটো সাংবাদিক রেজা রুবেলের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবী জানানো হয়। সভায় বহরগ্রাম শিকপুর ফেরী ঘাটে অবিলম্বে ব্রীজ নির্মাণ এবং ব্রীজ নির্মাণের পূর্বে অবিলম্বে ফেরী সার্ভিস চালুর দাবী জানানো হয়।
সভায় আলোচ্য বিষয়ে বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী এডভোকেট, উপদেষ্টা মন্ডলীর সদস্য সমাজসেবী শাহ শেরওয়ান মোহাম্মদ কামালী, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, দেওয়ান মসুদ রাজা চৌধুরী, এম.এ. পাশা, লেখক ও শিক্ষক  আব্দুল মালিক,  শওকত আলী, কয়েছ আহমদ সাগর, আবেদ আক্তার চৌধুরী, মাওলানা মতিউর রহমান চৌধুরী, মাসুদুর রহমান চৌধুরী, কন্ঠশিল্পী তুহিন আহমেদ, সাইফ উল্লাহ, শরিফুল হুদা চৌধুরী এডভোকেট, ওয়াহিদুর রহমান এডভোকেট, নেপাল চন্দ্র চন্দ এডভোকেট প্রমুখ। বিজ্ঞপ্তি