মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার জেলায় রাত পোহালেই জেলা পরিষদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার ১৫টি কেন্দ্রে ৯৪৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলায় ৬৭ ইউনিয়ন, ৫ পৌরসভা ও ৭ উপজেলার রয়েছে। জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এদিকে বিএনপি বা অন্য কোনো দলের প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি এম এ রহিম (সিআইপি)। তবে নিরপেক্ষ ভোট নিয়ে সংশয়ের কথা ব্যক্ত করেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা।
ওই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে লড়ছেন মিছবাহুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে রয়েছেন এমএ রহিম (সিআইপি)।
এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে গ্রহণের জন্য প্রায় ১১০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তায় নিয়োজিত রাখা হয়েছে। কোন ধরণের বিশৃঙ্খলা ঘটলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে একইদিনে জেলা শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন ও মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম বলেন, মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার ২০৫৪৯জন। তারমধ্যে নারী ভোটার ১০০৭৫জন পুরুষ ১০৪৭৪ জন। ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্র ৯টি, ৫১টি ভোট কক্ষ রয়েছে।
অপর ভূনবীর ইউনিয়নে মোট ভোটার ২৫৬৪৮জন। নারী ১২৮১২জন ও পুরুষ ১২৮৩৬ জন। ভোট কেন্দ্র ১০টি, ৬৫টি ভোট কক্ষ রয়েছে।