তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যে আগামীকাল ৩ মার্চ মঙ্গলবার, মোহাম্মদ আলী জিমনেসিয়াম, রিকাবীবাজার, সিলেট এ দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হবে। সকাল ১০.৩০ টায় তথ্যমেলা উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মশিউর রহমান এনডিসি, কমিশনার-সিলেট বিভাগ, সিলেট। এম কাজী এমদাদুল ইসলাম, জেলা প্রশাসক-সিলেট এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন মোঃ কামরুল আহসান বিপিএম, ডিআইজি-বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জ এবং মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, পুলিশ সুপার, সিলেট।
সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য তথ্যমেলার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ লুৎফুর রহমান এডভোকেট, চেয়ারম্যান-জেলা পরিষদ সিলেট এবং মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর), সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আজিজ আহমদ সেলিম, সভাপতি-সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট।
দিনব্যাপী তথ্যমেলায় সিলেটের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের প্রদর্শনী স্টলসহ অংশগ্রহণ করবে। এ ছাড়াও মেলায় প্রাতিষ্ঠানিক তথ্যভাণ্ডার উপস্থাপনসহ দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর সংগ্রহ, তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।
সচেতন নাগরিক কমিটির সভাপতি আজিজ আহমদ সেলিম সুধী সমাজ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে তথ্যমেলা পরিদর্শন করার জন্য আহবান জানাচ্ছেন।