শাবিতে ক্লাস বর্জনের সিদ্ধান্তে অনড় শিক্ষার্থীরা

16

শাািব থেকে সংবাদদাতা :
গণমাধ্যমে বিশ্ববিদ্যালয় উপাচার্যের দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে ক্লাস বর্জনের আগের সিদ্ধান্তে অনড় রয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে শাহ মো. মাহমুদুল হাসান, রাজন আচার্য, ইলিয়াস শাহ্ রাফি, জারিন তাসনিম, সাব্বির আহমেদ, সাদ আব্দুল্লাহ, তাজদিদ রহমান, আশরাফ ইবনে হেলাল মিনহাজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘পুরো বিশ্বের বর্তমান আতঙ্কের নাম- করোনা ভাইরাস। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু দেশের এহেন অবস্থায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস করার জন্য শিক্ষার্থীদের আহ্বান করা হয়েছে। এরই প্রেক্ষিতে বর্তমানে অধ্যয়নরত ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮ ও ২০১৮-১৯ ব্যাচ বিভিন্ন সমস্যা উল্লেখপূর্বক অনলাইন ক্লাস বর্জনের ঘোষণা দেয়।