ফেঞ্চুগঞ্জে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি সার্কুলার রোডের উদ্বোধন

30
ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট থেকে সামাদ প্লাজা পর্যন্ত আরসিসি ঢালাই শেষে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি সার্কুলার রোডের ফিতা কেটে উদ্বোধন করছেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি সহ নেতৃবৃন্দ।

ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট-মাইজগাঁও-পালবাড়ি সড়কের ফেরিঘাট থেকে সামাদ প্লাজা পর্যন্ত আরসিসি ঢালাই কাজ শেষে মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি সার্কুলার রোডের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে সিলেট-৩ নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকারের পরিকল্পিত উন্নয়ন জনগণ ভোগ করতে সক্ষম হয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে।
গত ১ জানুয়ারী বুধবার বিকালে সামাদ প্লাজার সামনে ফেরিঘাট থেকে সামাদ প্লাজা পর্যন্ত আরসিসি ঢালাই কাজ শেষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। উদ্বোধকের বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি, বাণিজ্য ও ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, সিলেট সড়ক ও জনপথ বিভাগের এডিশনার চিফ তুষার কান্তি সাহ, নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জেলা আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন আহমদ, মবশি^র আলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.এস.এম জাহিদুর রহমান।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদক আব্দুল আওয়াল কয়েছ ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীরের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন, ওসি বদরুজ্জামান, বিশিষ্ট মুরব্বী সহিদ উস সামাদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, সহ সভাপতি ফয়জুল ইসলাম মানিক, মামুনুর রশীদ, রাজু আহমদ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, জাহিদ ইকবাল সুনাম, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ বণিক সমিতির আহবায়ক আব্দুল বারি, ওলিদুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, ডাঃ জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিজন দেবনাথ, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ, সাধারণ সম্পাদক ফারহান সাদিক। বিজ্ঞপ্তি