জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে পুলিশের হস্তক্ষেপে আবারো বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা হয়েছে। গাড়িতে যাত্রী উঠানো নিয়ে অটোরিক্সা শ্রমিকদের দুই পক্ষ আবারো মুখোমুখি অবস্থান নেয়। শুরু হয় দুই পক্ষের শ্রমিকদের মধ্যে উত্তেজনা। নেয়া হয় সংঘর্ষের প্রস্তুতি। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
জানা যায়, ৩ ডিসেম্বর মঙ্গলবার গাড়িতে যাত্রী উঠানো নিয়ে বিরোধের জের ধরে জগন্নাথপুর পূর্বপার স্ট্যান্ডের ৬টি যাত্রীবাহী অটোরিক্সা আটকে রাখে উপজেলার রাণীগঞ্জ স্ট্যান্ডের শ্রমিকরা। জবাবে রাণীগঞ্জ স্ট্যান্ডের ৬টি অটোরিক্সা আটকে রাখে জগন্নাথপুর পূর্বপার স্ট্যান্ডের শ্রমিকরা। এ নিয়ে উভয় স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেয়া হয় সংঘর্ষের প্রস্তুতি। মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ। এ সময় সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরীর নির্দেশনায় জগন্নাথপুর থানার এসআই আতিকুল আলম খন্দকার ও এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষের সাথে আলোচনাক্রমে আটকে থাকা অটোরিক্সা ছেড়ে দেয়ায় পরিস্থিতি শান্ত হয়। এতে বড় ধরণের সংঘর্ষ থেকে রক্ষা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এর আগেও আরেকবার একই ঘটনায় স্থানীয় পৌর পয়েন্টে সংঘর্ষের প্রস্ততিকালে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে সংঘর্ষ থেকে রক্ষা করে পুলিশ। এ ঘটনায় হামলা-মামলার ঘটনা ঘটে। এখন আবার নতুন করে সংঘর্ষ থেকে রক্ষা হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।